Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

  1. অপটিক্যাল ফাইবার ব্যবহার করে উচ্চমানের ব্যান্ডউইডথ সেবা স্বল্প মূল্যে প্রদান করে। ভয়েস, ডাটা ও ভিডিও সমন্বয়ে ‘‘ট্রিপল প্লে/ কমিউনিকেশন’’ সেবা প্রদান করা। বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে আর্কষণ করে দেশের তথ্য ও যোগাযোগ নেটওর্য়াক গড়ে তোলা। সাবমেরিন কেবল্ এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে সবধরনের ডাটা ভয়েস কলের এবং আই.পি.এল.সি-এর ব্যান্ডউইড্থ সেবা প্রদান করবে। বাংলাদেশের মানুষকে টেলিকম এবং তথ্য প্রযুক্তি সেবার পূর্ণ সুবিধা পেতে সাহায্য করবে। আই.আই.জি লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান সমূহকে ইন্টারনেট ব্যান্ডউইডথ এবং আই.জি.ডব্লিউ. লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান সমূহকে ভয়েস ব্যান্ডউইডথ সংযোগ প্রদান করে। অন্য যে কোন অনুমোদিত প্রতিষ্ঠানকে আইপিএলসি ব্যান্ডউইডথ সেবা প্রদান করে।