বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল) প্রধানতঃ একটি মূল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবলের অপারেটর। এছাড়াও এটি একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান। বিএসসিসিএল কর্তৃক প্রদত্ত সেবাসমূহের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সহিত বাংলাদেশের দূরপাল্লার যোগাযোগ স্থাপিত হয়ে থাকে। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (সংশোধনী) অধ্যাদেশ-২০০৮ [বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (সংশোধনী) আইন-২০০৯ দ্বারা প্রতিস্থাপিত] এর ৫বি ধারায় ল্যান্ডিং স্টেশনসহ সাবমেরিন কেবল্ অধুনালুপ্ত বিটিটিবি থেকে আলাদা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্তর্গত পৃথক একটি পাবলিক লিমিটেড কোম্পানী গঠন করা হয়। উক্ত ধারা মোতাবেক ২৪ জুন ২০০৮খ্রিঃ তারিখে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল) পাবলিক লিমিটেড কোম্পানী হিসাবে রেজিষ্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ (আরজেএসসি) -তে নিবন্ধিত হয়। একই তারিখে বিএসসিসিএল আরজেএসসি হতে ‘সার্টিফিকেট অব ইনকর্পোরেশন’ এবং ‘সার্টিফিকেট অব কমেন্সমেন্ট অব বিজনেজ’ প্রাপ্ত হয়। পরবর্তীতে ৩০ জুন ২০০৮খ্রিঃ তারিখে সরকারের সাথে ভেন্ডর চুক্তি স্বাক্ষরিত হয় এবং ০১ জুলাই ২০০৮খ্রিঃ তারিখ হতে বিএসসিসিএল পাবলিক লিমিটেড কোম্পানী হিসাবে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।বিএসসিসিএল ২০১২ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে তালিকাভূক্ত হয়।
গত ৬ই জুন, ২০১৫খ্রিঃ তারিখে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ভারত ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীগণের উপস্থিতিতে বিএসসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএসএনএলের চেয়ারম্যান ত্রিপুরা রাজ্যের জন্য ১০ জিবিপিএস আইপি ব্যান্ডউইড্থ রপ্তানী চুক্তি স্বাক্ষর করেন, যা ২৩শে মার্চ, ২০১৬খ্রিঃ সালে ভারত ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীগণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন ।এই চুক্তির অধীনে, বিএসসিসিএল ৮ ফেব্রুয়ারি ২০১৬ হতে ১০ জিবিপিএস আইপি ব্যান্ডউইডথ ত্রিপুরাতে রপ্তানি করতে শুরু করেছে।
বাংলাদেশ সাবমেরিন কেবল্ কোম্পানী ২০১৪ সালে SMW-5 কনসোর্টিয়ামের সহিত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল্ এ যোগদান ও মালিকানা নিশ্চিত করে যা গত ১০ সেপ্টেম্বর-২০১৭ খ্রিঃ তারিখে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন। এই SMW-5 কেবল্ সংযুক্ত হওয়ার মাধ্যমে বিএসসিসিএল এ ১৩০০ জিবিপিএস ব্যান্ডউইড্থ যোগ হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস