Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Frequently Asked Question


কোম্পানি কি ধরনের সেবা প্রদান করে থাকে ?

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) - এর মৌলিক কাজই হচ্ছে চাহিদা মোতাবেক টেলিকম সংশ্লিষ্ট কোম্পানি ও কর্পোরেট ব্যবহারকারীগণকে ইন্টারন্যাশনাল প্রাইভেট লীজ সার্কিট (আইপিএলসি) এবং আইআইজি ও আইএসপি গ্রাহকগণের জন্য আইপি ট্রানজিট ব্যান্ডউইড্থ প্রদান করা। বিএসসিসিএল কোন বৈষম্য ব্যতিরেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ব্যান্ডউইড্থ সরবরাহ করে থাকে। 


বিএসসিপিএলসি এর গ্রাহক কারা ?


মূলত, আমাদের ক্লায়েন্ট হল সেইসব টেলকো যারা যথেষ্ট পরিমাণে ব্যান্ডউইথ ব্যবহার করে। উদাহরণ স্বরূপ:


  • বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)
  • টেলিটক বাংলাদেশ লিমিটেড
  • পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)
  • বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক 
  • সামিট কমিউনিকেশনস লিমিটেড
  • লেভেল৩ ক্যারিয়ার লিমিটেড
  • ফাইবার@হোম লিমিটেড
  • আমরা টেকনোলজিস লিমিটেড
  • আর্থ টেলিকমিউনিকেশন (প্রা.) লিমিটেড
  • উইন্ডস্ট্রিম কমিউনিকেশন
  • বিডিহাব লিমিটেড
  • ম্যাক্স হাব লিমিটেড
  • সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি (এসটিসি)
  • টেলিকম মালয়েশিয়া (টিএম)
  • অরেঞ্জ এস.এ. (পূর্বে ফ্রান্স টেলিকম এস.এ.)
  • ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)

এবং আরো অনেকে ।


কিভাবে আপনার প্রতিষ্ঠান আইসিএক্স, আইজিডব্লিউ, আইআইজি, মোবাইল অপারেটর, বিটিসিএল ও পিএসটিএন অপারেটরদের সঙ্গে সম্পর্কযুক্ত?


বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) - সাবমেরিন ক্যাবল সিস্টেমে সংযুক্ত হওয়ার পর থেকে মূলতঃ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাবমেরিন ক্যাবল ব্যবহার করে সকল প্রকার ভয়েস ও ডেটা বহিঃবিশ্বে আদান প্রদান করে যাচ্ছে। 

উপরোক্ত প্রকৃতির অপারেটরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিএসসিপিএলসি এর সহায়তা নিয়ে বহিঃবিশ্বের সাথে ভয়েস অথবা ডেটা আদান প্রদান করছে। উল্লিখিত প্রতিষ্ঠানসমূহ বিএসসিপিএলসি এর সহায়তা গ্রহণ করে প্রান্তিক পর্যায়ের গ্রাহকগণকে বহিঃবিশ্বের সাথে সংযুক্ত করে থাকে । 


বিএসসিপিএলসি কি আইএসপি এবং কল সেন্টার সংযুক্ত করেন?


হ্যাঁ, শর্তপূরণ সাপেক্ষে আইএসপি এবং কল সেন্টারে সংযোগ প্রদান করে । 


কেউ কি বেশি ব্যান্ডউইডথ গ্রহণের ক্ষেত্রে ছাড় পাবে


বিএসসিপিএলসি এর অনুমোদিত ট্যারিফ অনুযায়ী অপেক্ষাকৃত বেশি ব্যান্ডউইডথ গ্রহণের ক্ষেত্রে ছাড় প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ ছাড় রয়েছে।


আমার একটি ব্যবসায়িক প্রস্তাব রয়েছে, আমি কার সাথে যোগাযোগ করবো ?


যদি আপনার যথেষ্ট পরিমাণ ব্যান্ডউইড্থ প্রয়োজন হয়, তাহলে আপনি আমাদের ওয়েবসাইট www.bsccl.com.bd এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন, ফ্যাক্স ও ই-মেইল নম্বর দেয়া রয়েছে।


Notice Board


All